কলম্বিয়ায় গেরিলা হামলায় ৫ সেনা নিহত

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৪:০০

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার একটি গুরুত্বপূর্ণ কোকেন উৎপাদনকারী অঞ্চলে মঙ্গলবার ভিন্নমতাবলম্বী বিপ্লবী সশস্ত্র বাহিনী (এফএআরসি) গেরিলাদের বোমা হামলায় কমপক্ষে পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, অস্থির মাইকে ক্যানিয়ন অঞ্চলে সামরিক বাহিনীকে নিয়ে গাড়ি বহর যাচ্ছিল। এমন সময় তাদের যানবাহনগুলোকে রাস্তার পুঁতে রাখা ’ বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ’ করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, ’আপাতদৃষ্টিতে ভিন্নমতাবলম্বী সংগঠিত সশস্ত্র গোষ্ঠী, কার্লোস প্যাটিনোস কাঠামোর সদস্যরা এই আক্রমণটি ঘটিয়েছে। ফলে, দুইজন নন-কমিশনড অফিসার এবং তিনজন পেশাদার সেনা নিহত এবং তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সেনারা গ্রামীণ শহর লা হ্যাসিন্ডায় একটি সেতু পুনর্নির্মাণের একটি মিশন পরিচালনা করছিল। যা মার্চের শুরুতে কার্লোস প্যাটিনো জঙ্গিরা ধ্বংস করে দেয়।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ এক বার্তায় লিখেছেন, কার্লোস প্যাটিনো কর্তৃক সেনা যানবাহনের ওপর জঘন্য সন্ত্রাসী হামলার জন্য আমি দুঃখিত, নিন্দা জানাই এবং প্রত্যাখ্যান করি। 

শনিবার একই অঞ্চলে জিম্মি থাকা ২৮ জন পুলিশ কর্মকর্তা এবং একজন সৈনিককে মুক্তি দেওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটল। তাদের সরিয়ে নেওয়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর ২৯ জনকে আটক করা হয়। সংঘর্ষটি এই অঞ্চলে মাদক-সম্পর্কিত সহিংসতা বন্ধ করার লক্ষ্যে পরিচালিত সরকারি সামরিক অভিযানের অংশ ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০