‘শিশু ওমব্যাটকে একা ছেড়ে দিন’, মার্কিন ইনফ্লুয়েন্সারকে অস্ট্রেলীয় শীর্ষ কূটনীতিক 

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:০২ আপডেট: : ১৩ মার্চ ২০২৫, ১২:০৪

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার সফররত একজন আমেরিকান ইনফ্লুয়েন্সারকে ‘শিশু ওমব্যাটকে একা ছেড়ে দেয়ার’ আহ্বান জানিয়েছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই মহিলাকে একটি শিশু ওমব্যাটকে বিরক্ত করতে দেখা যাওয়ায় তিনি এই আহ্বান জানান। সিডনি থেকে এএফপি এ খবর জানায়। 

এই সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে, মহিলাটি বন্য প্রাণীটিকে ক্যামেরার সামনে তুলে ঘোষণা করছেন: "আমি একটি বাচ্চা ওমব্যাটকে ধরেছি"।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমে স্যাম জোন্স নামে পরিচিত আমেরিকান ওই ইনফ্লুয়েন্সার মহিলা তারপর ওই ওমব্যাটটিকে রাস্তার পাশে রেখে দেন।

ভিডিওটি বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং প্রাণীপ্রেমীদের উভয়কেই উত্তেজিত করে তুলেছে এবং বৃহস্পতিবার এটি নিয়ে উদ্বেগ অস্ট্রেলিয়ান সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে।

"এটি বেশ ভয়াবহ দেখাচ্ছিল, তাই না?" অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনকে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন।

"আমার মনে হয় যারা এটা দেখেছেন তারা সবাই ভেবেছেন, দেখুন, বাচ্চা ওমব্যাটকে একা ছেড়ে দিন।"

অস্ট্রেলিয়ার ওমব্যাট প্রোটেকশন সোসাইটি বলেছে, সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য ইনফ্লুয়েন্সার ব্যক্তি একটি ওমব্যাটকে ভুলভাবে ব্যবহার করেছেন।

তারপর তিনি দুর্বল ওমব্যাট শিশুটিকে একটি গ্রামের রাস্তায় ছেড়ে দেন, যা এটিকে রাস্তায় সম্ভাব্য হত্যার ঝুঁকিতে ফেলে দেয়।

জাতীয় জাদুঘরের তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ার গোলাকার দেশীয় ওমব্যাট বিশ্বের বৃহত্তম গর্ত খোড়া প্রজাতির মধ্যে একটি।

যদিও কিছু প্রজাতি বিপন্ন বলে বিবেচিত হয়, তবে দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সাধারণত খালি নাকওয়ালা ওমব্যাট পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০