পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন জিম্মির ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৪:২৫

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীরা ট্রেনের যাত্রীদের জিম্মি করার পর বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে ২১ জন জিম্মিসহ অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেলুচিস্তানের একজন রেলওয়ে কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা দুই দিনের উদ্ধার অভিযানে ৩৪০ জনেরও বেশি ট্রেন যাত্রীকে মুক্ত করেছে। বুধবার রাতে তাদের এ অভিযান শেষ হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের পাহাড়ি এক প্রত্যন্ত রেলপথে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী বোমা হামলা চালিয়ে প্রায় ৪৫০ জন যাত্রীবাহী একটি ট্রেন জিম্মি করে। হামলাকারীররা দাবি করেছেন, তারা বালোচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্য। বিএলএ আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছে বেলুচিস্তানে বহিরাগতদের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের অভিযোগকারী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে একটি।

অভিযানে উদ্ধার হওয়া মৃতের সংখ্যা ভিন্ন তথ্য রয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘২১ জন নিরীহ জিম্মি’ জঙ্গিদের হাতে নিহত হয়েছেন এবং উদ্ধার অভিযানে চারজন সৈন্যও নিহত হয়েছেন।

বেলুচিস্তানের একজন রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ট্রেনে করে ২৫ জনের মরদেহ নিকটবর্তী মাচ শহরে নিয়ে যাওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে ১৯ জন সামরিক যাত্রী, একজন পুলিশ এবং একজন রেলওয়ে কর্মকর্তা রয়েছেন। তবে চারজনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।

এর আগে নাম প্রকাশ না করার শর্তে একজন সেনা কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, জিম্মি হওয়া ২৭ জন অফ-ডিউটি সৈন্যসহ সামরিক বাহিনীর নিহতের সংখ্যা ২৮ জন।
জিম্মি অবস্থা থেকে পালিয়ে আসা যাত্রীরা দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে যাওয়ার সময় বলেছেন, তারা জঙ্গিদের গুলিতে লোকজনকে নিহত হতে দেখেছেন।

নিহতদের প্রথম জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের বেলুচিস্তান সফরের কথা রয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অভিযানের সময় নিরাপত্তা কর্মী ও ট্রেন যাত্রীদের শহীদ হওয়ার ঘটনায়  শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০