তেলের ওপর নিষেধাজ্ঞায় ইরানের সমস্যা হবে না: পেজেশকিয়ান

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৩:৩৯

ঢাকা, ১৪ মার্চ, ২০২৫ (বাসস): ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজস্ব শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোনো সমস্যাই তৈরি করতে পারবে না।

বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে দিয়ে এএফপি আরো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। তিনি আরো বলেছেন, কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের ওপর নির্ভরশীল থাকবে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানবসম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত।

দেশের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, শিল্পী এবং উৎপাদনকারীদের সক্ষমতার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেছেন,  শিল্প-কর্মীদের জন্য সরকার নিঃশর্ত সহযোগিতা দেওয়াকে সমর্থন করছে এবং এই গোষ্ঠীকে কাজ করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেছেন, আমাদের মাঝে অবশ্যই এমন কিছু লোক আছে যারা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারে, নতুন কিছু করতে পারে। তবে সব কিছুর আগে আমাদের মধ্যে এই বিশ্বাসটুকু লালন করতে হবে।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন ধারণা ও সমর্থন প্রয়োজন। সেইসঙ্গে নতুন পরিস্থিতি তৈরি করে আমরা মর্যাদা এবং গর্বের সাথে একসাথে বসবাস করতে পারি বলেও তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০