ইরাকে আইএস নেতা নিহত : ট্রাম্প 

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৩:১৯

ঢাকা, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া এক বার্তায় বলেছেন যে, ইরাকে ইসলামিক স্টেটের (আইএস, রাশিয়ায় নিষিদ্ধ) একজন নেতা নিহত হয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া এক বার্তায় লিখেছেন, আজ ইরাকে আইএসআইএস’র পলাতক নেতা নিহত হয়েছেন। আমাদের সাহসী যোদ্ধারা তাকে নিরলসভাবে তাড়া করে বেড়াচ্ছিলেন। 

তিনি আরো উল্লেখ করেন যে, অভিযানটি ইরাক সরকার এবং ইরাকি কুর্দিস্তানের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিচালিত হয়েছে।

গতকাল ১৪ মার্চ, ইরাকি প্রধানমন্ত্রী এবং কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ শিয়া আল-সুদানী ইসলামিক স্টেটের একজন নেতা, যার নাম আবু খাদিজাকে হত্যা করার কথা ঘোষণা করেন। 

তার মতে, আন্তর্জাতিক জোট বাহিনীর সহায়তায় ইরাকি নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করেছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-ও আবু খাদিজার বিরুদ্ধে যৌথ হামলার কথা জানিয়েছে।  মার্কিন সেনারা ডিএনএ ম্যাচিং ব্যবহার করে খাদিজার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

সেন্টকম এক্স-এ এক বার্তায় উল্লেখ করেছে যে, নিহত সন্ত্রাসী বিশ্বজুড়ে ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলার রসদ সরবরাহ এবং পরিকল্পনার জন্য দায়ী ছিল। অভিযানে অন্য একজন জঙ্গিও নিহত হয়েছে, যার পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

২০১৪ সালের গ্রীষ্মে ইসলামিক স্টেটের জঙ্গিরা ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড দখল করে নেয়। ২০১৫ সালে, আন্তর্জাতিক জোটের সহায়তায়, ইরাকি সরকারি বাহিনী সেই অঞ্চলগুলো মুক্ত করার জন্য একটি বড় অভিযান শুরু করে। ২০১৭ সালের ডিসেম্বরে, তৎকালীন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইসলামিক স্টেটের সম্পূর্ণ পরাজয় ঘোষণা করেন।

তবে, নিরাপত্তা সংস্থাগুলো এখনও দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য। আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী সদস্যরা আইন প্রয়োগকারী কর্মকর্তা, সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০