আটকে পড়া মার্কিন নভোচারী মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন : নাসা

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৪৪

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা দু’জন মার্কিন নভোচারী মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল রোববার সকালে মহাকাশে আটকে পড়াদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান। মহাকাশে আটকে পড়া সুনি উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর এবং তাদের সাথে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট।

বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি তাদের প্রথম ক্রু যাত্রায় পরীক্ষা করছিল, যা চালনার সমস্যায় পড়ে এবং পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য অযোগ্য বলে বিবেচিত হয়।

যার পর থেকে আটকে পড়া এই জুটি জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন।

নাসা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হ্যাচ ক্লোজার প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে যাত্রাটি সরাসরি সম্প্রচারিত হবে। 

উইলমোর এবং উইলিয়ামসের জন্য এটি একটি অগ্নিপরীক্ষার সমাপ্তি চিহ্নিত করবে যা তাদের নয় মাস ধরে আটকে রেখেছিল।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনি এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে নভোযানে চড়ে তারা

গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে, তাতে সুনি প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনি, বুচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০