ইউক্রেনে যুদ্ধ বন্ধে এই সপ্তাহেই আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৩:৩৮

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে তিনি মঙ্গলবার রাশিয়া প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে ‘ন্যায্য হিস্যা’ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানান তিনি।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

মার্কিন কর্মকর্তারা রোববার আশাবাদ ব্যক্ত করেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হবে। এর আগে সৌদি আরবে এ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ওয়াশিংটন তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিয়েছে, তা কিয়েভ গ্রহণ করেছে।

এয়ার ফোর্স ওয়ানের বিমানে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা ভূমি নিয়ে কথা বলব। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবো।’ 

ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষের সঙ্গেই আমরা ইতোমধ্যেই এর অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। ন্যায্য হিস্যার বিষয়ে আমরা ইতোমধ্যে কথা বলেছি।’

ওয়াশিংটন ও কিয়েভের ইউরোপীয় মিত্ররা মস্কোকে যুদ্ধ বন্ধের জন্য চাপ দিচ্ছে। কিন্তু পুতিন কোনো স্পষ্ট উত্তর দেননি, বরং তিনি একগুচ্ছ শর্তের তালিকা তৈরি করেছেন এবং প্রস্তাবটি নিয়ে ‘গুরুতর প্রশ্ন’ উত্থাপন করেছেন।
সংঘাতটি বিষয়ক ট্রাম্পের দূত স্টিভ উইটকফ কয়েকদিন আগে পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেছেন। সিএনএনকে উইটকফ বলেছেন, তিনি মনে করছেন- ‘এই সপ্তাহেই দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যিই একটি ভালো ও ইতিবাচক আলোচনা হবে’।

তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহে সম্ভবত কিছু একটা চুক্তি হবে বলে ট্রাম্প সত্যিকার অর্থে আশা করেন এবং আমি এটাই বিশ্বাস করি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার ক্রেমলিনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অনাগ্রহের অভিযোগ করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো যেকোনো যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে প্রথমে ‘যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থার উন্নতি’ করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০