এল সালভাদর কারাগারে যুক্তরাষ্ট্রের পাঠানো নাগরিকদের সুরক্ষার জন্য জাতিসংঘের কাছে অনুরোধ করবেন মাদুরো

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৫৭

ঢাকা, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার বলেছেন, তিনি জাতিসংঘের কাছে ভেনেজুয়েলার অভিবাসী, যাদের গ্যাং সদস্য বলে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এল সালভাদরের একটি কারাগারে প্রেরণ করেছে তাদের অধিকার সুরক্ষার জন্য জাতিসংঘের কাছে অনুরোধ করবেন। 

ভেনেজুয়েলার কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘আমি জাতিসংঘের মহাসচিব, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং অন্যান্য সংস্থার জন্য একাধিক চিঠিতে স্বাক্ষর করছি যাতে ’ভেনিজুয়েলার পুরুষ ও মহিলাদের সুরক্ষার জন্য মানবাধিকার সংস্থাগুলো সক্রিয় করা হয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকালীন আইন প্রয়োগ করে তাদের বহিষ্কার করার পর, সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি গ্যাংয়ের ২০০ জনেরও বেশি সন্দেহভাজন সদস্যকে এল সালভাদরে কারাগারে পাঠায়।

মার্কিন ফেডারেল বিচারক বহিষ্কার আদেশ সাময়িকভাবে স্থগিত করার পরেও এই বহিষ্কার করা হয়েছে। বিমানগুলো ইতোমধ্যেই এল সালভাদরের দিকে যাচ্ছিল। ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে আদালতের সিদ্ধান্ত অমান্য করেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেছেন, ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার ২৩৮ জন সদস্য এল সালভাদরে পৌঁছেছেন।

তাদেরকে ট্রাম্প বিদেশী সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।

তিনি এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে হাতকড়া এবং শেকল পরা পুরুষদের বিমান থেকে কড়া পাহারায় থাকা একটি কনভয়ে স্থানান্তর করা হচ্ছে।

প্রেসিডেন্ট নায়েবের দপ্তর বন্দীদের আগমনের সময় তাদের মাথা ন্যাড়া করার ছবিও পোস্ট করেছে।

গত জুলাই মাসে নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত মাদুরো, যার ফলে তিনি তৃতীয়, ছয় বছরের মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার দাবি করেছেন। বিরোধী দল এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট  হিসেবে স্বীকৃতি দেয় না।

সোমবার তিনি বলেছেন, তার দেশের নাগরিকগণ অপরাধী নন। তাদেরকে তিনি এল সালভাদর থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, আমি তাদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না।

ভেনেজুয়েলার সংসদ প্রধান সোমবার বলেছেন যে বহিষ্কার ’মানবতার বিরুদ্ধে অপরাধ’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০