জেদ্দায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে রোববার আলোচনা হবে : মার্কিন যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৫৪

ঢাকা, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রোববার সৌদি আরবের জেদ্দায় আলোচনা শুরু হবে।  

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের দীর্ঘ ফোনালাপের কয়েক ঘন্টা পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা রোববার জেদ্দায় শুরু হবে।

উইটকফ বলেন, সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তবে তারা কাদের সাথে আলোচনা করবেন তা তিনি উল্লেখ করেননি। 

কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামো এবং লক্ষ্যবস্তুতে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে উইটকফ বলেন, ’আমি মনে করি, রাশিয়ানরা এখন উভয় বিষয়েই একমত। আমি অবশ্যই আশাবাদী যে ইউক্রেনীয়রা এতে সম্মত হবে।’

বুধবার ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকরভাবে প্রত্যাখ্যান করার অভিযোগ করেছে। মস্কো কেবল জ্বালানি গ্রিডে আক্রমণ বন্ধ করতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরে বেসামরিক অবকাঠামোতে হামলার খবর দিয়েছে।

ওয়াশিংটন তিন বছর ধরে চলমান যুদ্ধের বৃহত্তর নিষ্পত্তির দিকে প্রথম পদক্ষেপ হিসাবে ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মঙ্গলবার ৯০ মিনিটের ফোনালাপ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেন যে এই ধরনের যেকোনো চুক্তি ইউক্রেনের মিত্রদের সমস্ত সামরিক সহায়তা বন্ধ করার উপর নির্ভরশীল।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ৩০ দিন হামলা বন্ধ রাখবে—এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। 

ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে ৩০ দিনের জন্য ইউক্রেনীয় জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

তবে উইটকফ আরো বলেন, প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ’সাধারণ ভাবে জ্বালানি এবং অবকাঠামো’ অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্পের দূত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ’তার দেশকে একটি চূড়ান্ত শান্তি চুক্তির কাছাকাছি নিয়ে যাওয়ার আহ্বানে আজ তিনি যা করেছেন তার জন্য’ প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০