ইসরাইল সিরিয়ার কেন্দ্রীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে : যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা 

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৬:১২ আপডেট: : ১৯ মার্চ ২০২৫, ১৬:২২

ঢাকা, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে যে, মঙ্গলবার ইসরাইল সিরিয়ার মধ্যাঞ্চলের একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। যা সাম্প্রতিক দিনগুলোতে সর্বশেষ হামলা ।

লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর মতে, হোমস শহরের কাছে ’ইসরায়েলি বিমান হামলা একটি ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়নকে লক্ষ্য করে’ চালানো হয়েছে এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর থেকে ইসরাইল সিরিয়ার সামরিক স্থাপনায় শত শত হামলা চালিয়েছে। তারা বলেছে, জিহাদি হিসেবে বিবেচিত নতুন কর্তৃপক্ষের হাতে যেন অস্ত্র না আসে সেজন্যই তারা এই হামলা চালাচ্ছে। 

সোমবার ইসরাইল দক্ষিণাঞ্চলীয় শহর দারা এলাকায় হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানায় এ হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন

সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে দামেস্কে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর একটি ’কমান্ড সেন্টার’এ হামলা চালায়। অবজারভেটরি জানিয়েছে এ হামলায় একজনের মৃত্যু হয়েছে।

বাশার আল আসাদের পতনের পর বিমান হামলার পাশাপাশি ইসরাইলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরাইলের মধ্যকার বাফার জোনে প্রবেশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০