গাজায় 'অবিলম্বে যুদ্ধবিরতি' ফেরানোর আহ্বান জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের : বিবৃতি

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৩৭

ঢাকা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : শুক্রবার গভীর রাতে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানায়। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে নতুন করে আক্রমণ শুরু করেছে। যা ১৯ জানুয়ারির যুদ্ধবিরতির পর থেকে বিদ্যমান শান্তিকে ভেঙে দিয়েছে। 

এক যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, ‘গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক হতাহতের ঘটনায় আমরা মর্মাহত এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। 

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার হামাস যদি অবশিষ্ট ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয় তবে গাজা উপত্যকার বর্ধিতাংশ তাদের দখলে নেয়ার হুমকি দেওয়ার পর এই যৌথ আবেদনে জানানো হয়। 

তিন মন্ত্রী জার্মানির আনালেনা বেয়ারবক, ফ্রান্সের জিন-নোয়েল ব্যারোট এবং ব্রিটেনের ডেভিড ল্যামি- ’যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত এবং যাতে স্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে পুনরায় আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন’।

তারা বলেছেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিতে হবে এবং এই গোষ্ঠীটি ’গাজা শাসন করবে না বা ইসরাইলের জন্য আর হুমকি হবে না’।

মিত্ররা আরো বলেন যে ইসরায়েলকে ’আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করতে হবে’ এবং ভূখণ্ডে সাহায্য সরবরাহের অনুমতি দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আহত ৮ পুলিশ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন স্থানে অভিযান
বালুখেকোদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ  উপদেষ্টা
স্পেনকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান নির্মাতা পেদ্রোর
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে
নিহার রঞ্জন হাওলাদারের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
ডিবি প্রধান হলেন মো. শফিকুল ইসলাম
মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে : কৃষি উপদেষ্টা
১০