ইসরাইলি মন্ত্রীর সাথে আলোচনায় ফিলিস্তিনি স্বার্থের ওপর জোরারোপ আমিরাতের

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:২৮ আপডেট: : ০৮ এপ্রিল ২০২৫, ২৩:৪৭

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রোববার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার- এর এক বিরল  সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে গাজা সংঘাতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন  ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী।

দুবাই থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল ২০২০ সালে সম্পর্ক স্থাপন করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খুব কমই দ্বিপক্ষীয় যোগাযোগ হতে দেখা গেছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং সার ‘গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকট’ ও যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে আবুধাবিতে ওই বৈঠকে, ‘শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কাজ করার অগ্রাধিকারের ওপর জোর দিয়েছেন।’

‘তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি ব্যাপক শান্তি অর্জনের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরু করার জন্য একটি গুরুতর রাজনৈতিক দিগন্তকে এগিয়ে নেওয়ার জরুরি প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।’

গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় সামরিক অভিযান জোরদার করা ইসরাইল, আলোচনার তাৎক্ষণিক বিবরণ দেয়নি। তবে সার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, এটি শেখ আবদুল্লাহর সাথে এটি তার দ্বিতীয় বৈঠক।

সার বলেন, ‘আমরা আঞ্চলিক বিষয়গুলোর সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি আমাদের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিয়েছি। মধ্যপ্রাচ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে, তবে সহযোগিতা ও স্থিতিশীলতার উন্নত ভবিষ্যতের জন্য অংশীদার রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডার সাথে কানাডা ভিত্তিক কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর
সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন : ফয়জুল করিম
বাংলাদেশের লজিস্টিক খাতের সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর সহযোগিতা প্রদানে আগ্রহী
ফেনীতে ট্রাক চাপায় ২ জন নিহত 
ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি : ঢাবি সাদা দল  
রাজধানীতে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ
অল পার্টি ইকোনমিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে এনসিপি
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ ও সংহতি সমাবেশ
১০