মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২২:৩০

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) রাজধানীর শাহআলী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন রবিনকে (৩৮) গ্রেফতার করেছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২  এর একটি অভিযানিক দল আজ বিকেলে ঢাকার গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

সাদ্দাম হোসেন ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯(১) এর ১(খ) এর মাদক মামলার আসামি।

মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মো. সাদ্দাম হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করেন তিনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০