ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ ও সংহতি সমাবেশ

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২২:১৭
বৃহস্পতিবার কুমিল্লায় ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে র‍্যালির আয়োজন করে বিএনপি। ছবি: বাসস

কুমিল্লা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ কর্মসূচি পালন করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর কান্দিরপাড় রাজগঞ্জ মনোহরপুর মোগলটুলি সার্কিট হাউস হয়ে কান্দিরপাড় গিয়ে শেষ হয়।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইসরাইল বিরোধী নানা স্লোগান দিয়ে মুখরিত করে তুলে পুরো এলাকা। র‌্যালিতে কুমিল্লা মহানগর বিএনপি’র সঙ্গে সাধারণ মানুষ অংশ গ্রহণ করে এবং সংহতি প্রকাশ করে।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংহতি সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,  মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেজাউল কাইউম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের উপরে গণহত্যা চালানো হচ্ছে। নির্বিচারে শিশুদের হত্যা করছে।

মুহুর্মুহু বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে গাজা, রাফাসহ ফিলিস্তিনির বিভিন্ন শহর।

তারা বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সঙ্গে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

বক্তারা আরো বলেন, জাতিসংঘসহ বিশ্ব মোড়লদেরকে বলতে চাই,  ফিলিস্তিনে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।

সমাবেশে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা
কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ৬ ঘর, নারীসহ দগ্ধ ৩
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৫’ শুরু
নোয়াখালীতে  বিএনসিসি সদস্যদের ট্রাফিক প্রশিক্ষণ প্রদান
রাঙ্গামাটিতে ডিপ্লোমা কৃষিবিদদের ওরিয়েন্টেশন কর্মসূচি
ঢাকা-ইসলামাবাদ এফওসি’র ফলোআপের অপেক্ষায় আন্তর্জাতিক বিশ্লেষকরা
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার
ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ, মাছের খাবার হিসেবে জনপ্রিয়
নোয়াখালীর সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে
মঙ্গোলিয়ায় টিক-বাহিত রোগে আক্রান্ত ৪৪ জন
১০