
বাসস দেশ-৭
পটুয়াখালী-কারাদণ্ড
গাঁজা পরিবহনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
পটুয়াখালী, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলার হাজীপুর টোল ব্রিজ এলাকায় গাঁজা পরিবহনের অপরাধে গাজী সায়েম মেহেদী (৩২) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে মহিপুর থানার পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গাজী সায়েম মেহেদী কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
মহিপুর থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক অভিযানটি পরিচালনা করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৪০/এমজে