যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৪৯

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’কে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শারার ওয়াশিংটন সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার এ ঘোষণা দেয়। শারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করায় এই পদক্ষেপটি প্রত্যাশিত ছিল। 

আগের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শারার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ভোটের নেতৃত্বও দেয় ওয়াশিংটন।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘বাশার আল-আসাদের বিদায়ের পর এবং আসাদ শাসনের দীর্ঘ ৫০ বছরের দমন-পীড়নের অবসান শেষে সিরিয়ার (বর্তমান) নেতৃত্ব যেভাবে পরিবর্তনের পথে এগিয়েছে, তার স্বীকৃতিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, শারার সরকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবি পূরণ করছে। এর মধ্যে রয়েছে— নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসের উদ্যোগ।

এক সময় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ছিলেন শারা। যুক্তরাষ্ট্র তাকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল এবং তার মাথার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল।

প্রায় এক বছর আগে হঠাৎ এক অভিযানে ক্ষমতায় আসে শারার বাহিনী। 

তাদের পেছনে ছিল তুরস্ক ও উপসাগরীয় আরব দেশগুলোর সমর্থন।

সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শারা। 

ট্রাম্প বলেছেন, নতুন সিরিয়াকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

তবে শুরুতে এই উদ্যোগের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। 

আসাদ সরকারের পতনের পর থেকে এই ঐতিহাসিক প্রতিপক্ষকে দুর্বল করতে, সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানে যুদ্ধবিরতি প্রস্তাবের পরেও সংঘর্ষ আরও তীব্র হতে পারে, জাতিসংঘের আশঙ্কা
সিপাহী-জনতার বিপ্লব দেশপ্রেমের অনন্য নজির : ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী
ঐকমত্য কমিশনের খরচ নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
আবারও ব্যর্থ পাক-আফগান শান্তি আলোচনা: অভিযোগ কাবুলের
ব্রাজিলে টর্নেডোর আঘাতে ৫ জনের মৃত্যু, আহত ১৩০
রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের
জলবায়ু রহস্যের সূত্র মিলছে পামির পর্বতের বরফে
সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ উদ্ধার করল ইইউ নৌবাহিনী
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
গাজায় জিম্মির লাশ পেয়েছে রেডক্রস
১০