গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৩:০১

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) :  ফিলিস্তিনি কর্তৃৃক গাজা থেকে ফেরত পাঠানো সর্বশেষ জিম্মির দেহাবশেষ শনিবার শনাক্ত করেছে ইসরাইল। মার্কিন মধ্যস্থতায় দুই বছরের যুদ্ধ থামানোর ফলে যুদ্ধবিরতির অধীনে আরও পাঁচটি মৃতদেহ ফেরত পাঠানো এখনও বাকি রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার ফেরত পাওয়া মৃতদেহটি স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্স চালক লিওর রুদাফের বলে শনাক্ত করেছে। রুদাফ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন যা গাজা যুদ্ধের সূত্রপাত হয়।

রক্তাক্ত আন্তঃসীমান্ত হামলার সময় আর্জেন্টিনার ইসরাইলি এই ব্যক্তির বয়স ছিল ৬১ বছর। তার সম্প্রদায় নির ইতজাক কিবুতজকে রক্ষা করার চেষ্টার সময় নিহত পাঁচ সশস্ত্র বেসামরিক ব্যক্তির মধ্যে তিনি একজন।

২০২৪ সালের মে মাসে ইসরাইলি কর্তৃপক্ষ তার মৃত্যু নিশ্চিত করে। অক্টোবরের যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে হামাস যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত প্রাক্তন জিম্মিকে ফিরিয়ে দিতে সম্মত হয়, তাদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

সংকটে আটকে পড়া ইসরাইলি পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী একটি প্রচারণা গোষ্ঠী, হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম, রুদাফের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে।

আরও পাঁচটি মৃতদেহ ফেরত পাঠানো বাকি রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক তিনজন ইসরাইলি এবং একজন থাই নাগরিকের মৃতদেহ এবং ২০১৪ সালে পূর্ববর্তী গাজা সংঘাতের সময় যুদ্ধে নিহত ইসরাইলি কর্মকর্তা হাদার গোল্ডিনের মৃতদেহ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা 
মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্রামবাসী
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু শ্রমিক নিহত
বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট্রদূতের অঙ্গীকার
চীন নেক্সপেরিয়া চিপ রপ্তানি পুনরায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে: ইইউ
সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’ সফলে বর্ণাঢ্য র‌্যালি
চিপসে ব্যবহৃত কিছু উপকরণের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন
দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্রদান
১০