মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:২১

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন হামলার পরিকল্পনার দায়ে এক আফগান নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার আদালত এই রায় দেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম আব্দুল্লাহ হাজি জাদা (১৯)। তিনি সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি কেনার চেষ্টা করেছেন বলে গত এপ্রিলে দোষ স্বীকার করেন।

২০২৪ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর কয়েক সপ্তাহ আগে অক্টোবরে ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে জাদা ও তার সহযোগী নাসির আহমদ তৌহিদিকে (২৮) গ্রেফতার করা হয়।

তৌহিদিও নিজের দোষ স্বীকার করেছেন। তবে তার সাজার রায় ঘোষণার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
আদালতের নথিতে বলা হয়েছে, নির্বাচনের দিন ‘বড় ধরনের প্রাণঘাতী হামলা’ চালানোর পরিকল্পনা ছিল তাদের। এ জন্য তারা দু’টি একে-৪৭ রাইফেল ও ৫০০ রাউন্ড গুলি কেনার চেষ্টা করেছিলেন।

তবে যে বিক্রেতার কাছ থেকে তারা এসব অস্ত্র কেনার চেষ্টা করেন, তিনি আসলে ছিলেন এফবিআইয়ের একজন ছদ্মবেশী কর্মী (আন্ডারকভার এজেন্ট)।

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগ গুডওয়াটার এক বিবৃতিতে বলেন, ‘আইএস-এর হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংস ষড়যন্ত্র করে জাদা ও তার সহযোগী দেশটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অথচ এই দেশই তাদের নিরাপত্তা ও আশ্রয় দিয়েছিল।’

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সাজার মেয়াদ শেষ হওয়ার পর জাদা ও তৌহিদি আফগানিস্তানে ফেরত যেতে সম্মত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে ডব্লিউএইচও
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৭
সুদান যুদ্ধের অবসানে কাজ করবেন ট্রাম্প
রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা
বরিশালে বাজার পরিদর্শন করলেন নতুন ডিসি
শততম টেস্টে সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় মুশফিক
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা বাস্তনায়নে পথসভা
মূসক আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট আকারে প্রকাশ
সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে
১০