পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পথসভা

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৪২ আপডেট: : ২০ নভেম্বর ২০২৫, ১২:৫৬
সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে বিএনপির ৩১ দফা বাস্তনায়নে লিফলেট বিতরণ করা হচ্ছে। ছবি : বাসস

পটুয়াখালী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): পটুয়াখালী-২ (বাউফল) আসনের সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসনটির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা কেতাব আলী কাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার, সূর্যমনি ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. শাহিন রেজা।

এছাড়া পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায়বিচারের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন আজ সময়ের দাবি। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে এবং সুশাসন প্রতিষ্ঠায় এ দফাগুলো বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় তিতাসের অভিযান, জরিমানা আদায়
খুলনায় উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসব উদযাপিত
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন ট্রাইব্যুনাল
৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ দেশব্যাপী উদযাপিত হবে
নরসিংদীতে কমিউনিটি ক্লিনিকের সেবাদান বিষয়ে সেমিনার
রাজবাড়ীতে শিশুদের বিনোদনে রাইড ও ওয়াকওয়ে উদ্বোধন
মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
রামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক
নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের গণসংযোগ
১০