মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:২৭

ঢাকা, ২০ নভেম্বর ২০২৫ (বাসস) : দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১২০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান করেছে টাইগাররা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ। মুশফিক ৯৯ ও লিটন ৪৭ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ব্যাটার তিনি। 

ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৬ রানে আউট হন মুশফিক। তার ২১৪ বলের ইনিংসে ৫টি চার ছিল। লিটনের সাথে পঞ্চম উইকেটে ২১০ বলে ১০৮ রান যোগ করেন মুশি।

দলীয় ৩১০ রানে মুশফিক ফেরার পর মেহেদি হাসান মিরাজের সাথে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন লিটন। এই জুটিতেই টেস্টে পঞ্চম শতকের দেখা পান তিনি। 

লিটন ৭ চার ও ২ ছক্কায় ১৬২ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। ১টি করে চার-ছক্কায় ৩০ রানে অপরাজিত মিরাজ। 

আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিন ৪টি ও ম্যাথু হামফ্রিজ ১ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবিতে আন্তর্জাতিক মৎস্য সম্মেলন আগামী শনিবার
বাগেরহাটে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত
নারীদের নিরাপত্তায় ৫ অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে বিএনপি: তারেক রহমান
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
কলম্বিয়ায় ভাই হারানোর বেদনায় শোকাহত তরুণী
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
দিনাজপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী মনজুরুল ইসলামের গণসংযোগ
গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেল
রাশিয়া ও টোগো পরস্পরের ভূখণ্ডে দূতাবাস খুলবে
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
১০