
ঢাকা, ২০ নভেম্বর ২০২৫ (বাসস) : ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিক।
গতকাল শুরু হওয়া টেস্টের প্রথম দিন ১৮৭ বল খেলে ৫টি চারে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। দ্বিতীয় দিন সকালে নিজের মুখোমুখি হওয়া অষ্টম বলে ১ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন এই ডান-হাতি ব্যাটার।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ২০ বছর পর বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলতে নামেন তিনি।
প্রথম দিন মুশফিকের অপরাজিত ৯৯ ও মোমিনুল হকের ৬৩ রানের সুবাদে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ।