শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:০১

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার জন্য অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সম্মাননা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক।

এ টেস্টের প্রথম দিনের খেলা শেষে মাঠে উপস্থিত থেকে মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন আসিফ মাহমুদ। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শততম টেস্ট খেলার জন্য মুশফিককে অভিনন্দন জানান আসিফ মাহমুদ। তার প্রত্যাশা কাল সেঞ্চুরি পূর্ণ করবেন মুশফিক।

সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আজ শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। ৯৯ রানে আজ শেষ করেছেন তিনি। কাল শততম টেস্টে শতরান করবেন, এটা আমাদের একটা প্রাপ্তি হবে।’

তিনি আরও বলেন, ‘আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। মুশফিক ভাইয়ের সাথে আমাদের শৈশব জড়িত। আমাদের বয়সী যারা আছে, যখন দেখতাম বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই যখন মাঠে আসতেন, তখন একটু স্বস্তি লাগতো, এবার দল স্টেবল হবে, এখন একটু রান হবে, দল টিকতে পারবে।’

এ সময় মিরপুরের গ্রাউন্ড স্টাফদের সাথে দেখা করেন আসিফ মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমে কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান 
বিদ্যুৎ খাতে বিনিয়োগ আকর্ষণে পূর্বানুমানযোগ্য নীতি প্রয়োজন: বিশেষজ্ঞদের অভিমত
বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা 
১০