
ঝিনাইদহ, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ করেছেন।
আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন ও সহ-সম্পাদক এম রবিউল ইসলাম রবি, বিমল কুমার সাহা, মিজানুর রহমান বাবুল, শহিদুল ইসলাম, আলাউদ্দীন আজাদ, সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় নবনিযুক্ত জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জেলা উন্নয়ন, দাপ্তরিক সেবা, ভূমি সেবা, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিয়ে মতামত তুলে ধরেন।