
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের জমা দেওয়া একটি খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইরানকে অবশ্যই জাতিসংঘের পরমাণু সংস্থাকে ‘পূর্ণ সহযোগিতা’ করতে হবে। বুধবার এ খসড়ার কপি হাতে পেয়েছে এএফপি।
ভিয়েনা থেকে এএফপি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও জাতিসংঘের পরমাণু সংস্থার মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।
যুদ্ধের পর থেকে সংস্থার পরিদর্শকদের ফোর্দো ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে তারা অন্যান্য স্থানে যেতে পেরেছেন।
খসড়া প্রস্তাবটি এ সপ্তাহে আইএইএ পরিচালনা পর্ষদের বৈঠকে ভোটের জন্য পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে জোর দিয়ে বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা অবশ্যই মেনে চলতে হবে।
এতে আরও আহ্বান জানানো হয়েছে, ইরান সংস্থার অনুরোধ অনুযায়ী ‘প্রবেশাধিকার’ প্রদান করতে হবে।
গত সপ্তাহে আইএইএ ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাই করতে দেওয়ার আহ্বান জানায়। প্রস্তাবে বলা হয়, গত পাঁচ মাসে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে আইএইএকে চাওয়া তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার বলেন, দেশে কোনো অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নেই। বর্তমানে ‘কোনো সমৃদ্ধকরণ’ চলছে না। কারণ সাম্প্রতিক ইসরাইলি যুদ্ধে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।