লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১২

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী আজ বুধবার জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণে বারবার হামলা চালিয়ে আসছে ইসরাইল।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার তারা দক্ষিণ লেবাননের বিনতে জেবেইল এবং ব্লিদা এলাকায় হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিনতে জেবেইলে নিহত হিজবুল্লাহ সদস্য গোষ্ঠীটির সামরিক সক্ষমতা পুনর্গঠনে সম্পৃক্ত ছিল। ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের ফলে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি।

আরো জানানো হয়, ব্লিদায় নিহত হিজবুল্লাহ সদস্য ইসরাইলি সামরিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ ক্যাম্পে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার একদিন পর ইসরাইলি সেনাবাহিনীর এই ঘোষণা এলো।

তবে, ইসরাইলি সেনাবাহিনীর দাবি— তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে লেবাননের ফিলিস্তিনি শিবিরে কোনো সামরিক স্থাপনা থাকার কথা অস্বীকার করেছে হামাস এবং ইসরাইলি দাবিকে মিথ্যা হিসেবে উড়িয়ে দিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খরচায় ৪ লাখ ৪৭ হাজার ৭৪০ মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে 
সংস্কারের ধারা অব্যাহত রাখতে নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই: দেবপ্রিয় ভট্টাচার্য 
স্মার্ট পাবলিক স্যানিটেশন অ্যাপ ‘যাব কোথায়?’ উদ্বোধন 
সিকিউরিটিজ রুলস: বিধিনিষেধ শিথিলের সুপারিশ
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড 
টাঙ্গাইলে প্রতিবন্ধী বৃদ্ধা ও শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি : ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ কারাগারে
ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৭৮৮ জন
১০