
গাজীপুর, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার শ্রীপুর উপজেলায় আজ দুপুরে একটি কয়েল ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আজ বুধবার দুপুরে ১২টা ৫৫ মিনিটে উপজেলার বাঘেরবাজার এলাকার ফিনিক্স কয়েল ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকান্ডের সূত্রপাত। গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল ফ্যাক্টরির ক্যোমিকেল কারখানায় বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এবং পরে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।