
সুনামগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে আজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মে. কামরুজ্জামান এনডিসি।
অন্যান্যের বক্তব্য দেন, পরিবেশ অধিদপ্তর সদর কার্যালয় ও ঢাকা গবেষণা কার্যালয়ের পরিচালক মুহাম্মদ সোলেমান হায়দার, প্রকৃতি সম্পদ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিকল্পনা বিষয়ক পরিচালক হাছিবুর রহমান, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, প্রকৃতি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উপ-প্রকল্প পরিচালক জাওয়াতা আফনান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, ইউএনডিপি প্রতিনিধি আজাদ রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, মুহাম্মদ আমিনুল হক, গিয়াস চৌধুরী, টাঙ্গুয়ার হাওর রক্ষা কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক শাহেদা বেগম।
এ সময় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তুতন্ত্রের সম্প্রদায় ভিত্তিক ব্যবস্থাপনার আওতায় জল ও ভূমি সম্পদের সঠিক ব্যবহার ভবিষৎ প্রজন্মকে জানাতে হবে। টাঙ্গুয়ার হাওরের সুস্বাদু মাছ, হিজল—করচগাছ, ডানা মেলা পরিযায়ী পাখি—সবই একে একে হারিয়ে যাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ হাওর টাঙ্গুয়ায় দিনে দিনে কমেছে অন্যান্য জলজ উদ্ভিদও।
পাখির এই অভয়াশ্রমে এখন পাখির দেখাই মেলে না।
তিনি বলেন, তীরবর্তী দরিদ্র মানুষদের জন্য হাওরের প্রাকৃতিক সম্পদ নির্ভশীলতা কমানোর লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা, দুর্বল ব্যবস্থাপনা, সঠিক উদ্যোগের অভাব, অবাধে গাছ কাটা, পাখি ও মাছ শিকারের ফলে দেশের সর্ববৃহৎ মাদার ফিশারী খ্যাত অন্যতম সুন্দর এই হাওরটি এখন গভীর সঙ্কটাপন্ন।
বক্তারা আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে আরো নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত কান্দাগুলো যাতে বিনষ্ট না হয়, সে দিকে নজর দিতে হবে। হাওরের কান্দায় লাগানো ও প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা হিজল-করচের চারা নলখাগাসহ বিভিন্ন প্রজাতির বন, পাখির বাসা বিভিন্ন প্রজাতির কচ্ছপের ডিম যাতে নষ্ট না হয় সে দিকে নজরদারি বাড়ানোর সুপারিশ করেন।