কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৪৫
ছবি: বাসস

খুলনা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনার নতুন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আজ দুপুরে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। 

নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সব বিভাগ ও শাখা প্রধানগণসহ কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভার শুরুতে কর্মকর্তাগণ নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান।

সভায় কেসিসি’র রাজস্ব আদায়, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনাসহ খুলনা মহানগরীতে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের হার এবং সংক্রমণ প্রতিরোধে গৃহীত কার্যক্রমের বিষয়ে বিভাগ ও শাখা প্রধানগণ নিজ-নিজ কার্যক্রমের বিবরণ এবং কার্যক্রম বাস্তবায়নে অন্তরায়সমূহ তুলে ধরেন।

ন্যায়সঙ্গত কাজ বাস্তবায়নে কোন বাঁধা নেই উল্লেখ করে প্রশাসক সব অন্তরায়সমূহ দূর করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। 

তিনি সিটি কর্পোরেশনকে একটি সেবামূলক ও শক্তিশালী সংস্থা হিসেবে উল্লেখ করে বলেন, নগরবাসীর সেবা প্রদানের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রাইভেসি যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রেখে নিজ-নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য তিনি সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান ও শেখ মো. মাদুস করিম, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চিফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো. ইমরুল হাসান, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, নিরাপত্তা সুপার মো. আলমগীর কবির বিশ্বাস, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো. দেলওয়ার হোসেনসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমে কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
১০