বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা 

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৩৭
আজ বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা । ছবি : বাসস

বান্দরবান, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা প্রশাসন এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো. মাহাবুব আলম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক অরুণ সরকার, মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম ও সম্পাদক নেজাম উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন যানবাহন সমিতির প্রতিনিধি এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে হবে। পর্যটকদের হয়রানি বা আর্থিক ক্ষতির মতো কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে তিনি উল্লেখ করেন। 

তিনি বলেন, প্রশাসনের অনুমতি ও নিয়ম না মেনে গহীন পাহাড়ে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। পর্যটকদের নিবন্ধিত গাইড ছাড়া বান্দরবানের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ না করার জন্য তিনি অনুরোধ করেন। এছাড়াও পাহাড়ি সড়কে মোটরসাইকেল ও গাড়ির গতিসীমা মেনে চলার আহ্বান জানান। 

সভায় রুমা উপজেলার কেওক্রাডং পর্বতে যাতায়াতের জন্য যানবাহনের ভাড়া কমানোর বিষয়ে আলোচনা হয়। বান্দরবান মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ পর্যটকদের সুবিধা বিবেচনায় ভাড়া কমানোর সিদ্ধান্তে তাদের সম্মতি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমে কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
১০