রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:৪৪
ছবি: বাসস

ঝালকাঠি, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): ঝালকাঠির রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান। সভার সভাপতিত্ব করেন উপজেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ইনুন নাহার বেগম। 

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বাঘেরহাট শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা, মাদ্রাসা সুপার ফজলে আলী, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয় পর্যায়ে গাইডস আন্দোলনকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠানপ্রধানদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ কার্যক্রম সম্প্রসারণে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গার্লস গাইড সদস্যরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমে কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান 
বিদ্যুৎ খাতে বিনিয়োগ আকর্ষণে পূর্বানুমানযোগ্য নীতি প্রয়োজন: বিশেষজ্ঞদের অভিমত
বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা 
রয়টার্স মন্তব্য করেনি এমন বিষয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
১০