মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৯

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 

আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। 

সেঞ্চুরির লক্ষ্য নিয়ে আগামীকাল টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামবেন মুশফিক। এমনটাই মনে করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মোমিনুল হক। তার মতে, ইনশাআল্লাহ কাল সেঞ্চুরি হয়ে যাবে। আজ না হওয়ায় আমরা বা মুশফিক বিচলিত নন। 

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন। একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে সেঞ্চুরি। কিন্তু তারা বোলিংয়ে দেরি করায় শতক হয়তো হয়নি। আমারও সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত না। কারণ ১শ বা ২শ করার অভ্যাস তার আছে।’

তিনি আরও বলেন, ‘আমিও জানি, এসব বিষয় (সেঞ্চুরি) নিয়ে মুশফিক বিচলিত হয় না। আল্লাহর রহমতে এসব নিয়ে প্যানিক কম হয় সে। তার আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো চিন্তার বিষয় ছিল। যেহেতু মুশফিক তাই চিন্তার কিছু নাই। আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।’

৯৫ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে মুশফিকের সাথে ২১৪ বলে ১০৭ রানের জুটি গড়েন মোমিনুল। এরপর লিটন-মুশফিক যোগ করেন অবিচ্ছিন্ন ৯০ রান। প্রথম দিন শেষে বাংলাদেশ পায় ৪ উইকেটে ২৯২ রান। 

প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানান মোমিনুল। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে এখানে যদি ৩৫০ রান করেন এই মাঠে ৪শ রানের সমান। ৪০০-৪৫০ রান হলে তো আরও ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় ৪৫০ রান হয়ে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমে কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান 
বিদ্যুৎ খাতে বিনিয়োগ আকর্ষণে পূর্বানুমানযোগ্য নীতি প্রয়োজন: বিশেষজ্ঞদের অভিমত
বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা 
রয়টার্স মন্তব্য করেনি এমন বিষয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
১০