৪২ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২২

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইনজুরি টাইমের দুই গোলে মঙ্গলবার ডেনমার্ককে গ্ল্যাসগোতে ৪-২ গোলে বিধ্বস্ত করে ১৯৯৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। বাছাইপর্ব পার করা দুর্দান্ত এই স্কটিশ দলটিতে খেলেছেন অভিজ্ঞ গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪২ বছর বয়সে যার সামনে সুযোগ এসেছে প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নেবার। 

এবারের গ্রীষ্মে জাতীয় দলের কোচ স্টিভ ক্লার্ক অবসরের বিষয়ে আলোচনা করেছিলেন বলেও স্বীকার করেছেন গর্ডন।

গত দুই দশক ধরে গুরুতর ইনজুরির সাথে লড়াই করে টিকে আছেন হার্টস নাম্বার ওয়ান। যেজন্য গত মৌসুমের শেষে ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিলে আরো এক বছর ক্লাবের সাথে চুক্তি নবায়ন করেন গর্ডন। 

২০০৪ সালে স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় গর্ডনের। আগামী বছর বিশ্বকাপ শুরুর সময় তার বয়স হবে ৪৩। 

কাল ডেনমার্কের বিপক্ষে ম্যাচ শেষে স্থানীয় গণমাধ্যমে গর্ডন বলেছেন, ‘এটা সত্যিই আবেগঘন এক মুহূর্ত। দীর্ঘদিন এই দিনটির অপেক্ষা করেছি। এখানে আসার জন্য ২০ বছর জাতীয় দলের অনুশীলনে ছিলাম। কখনো কখনো ব্যর্থতার পাল্লাটা বেশ ভারী মনে হয়েছে। স্কটল্যান্ডের এই আনন্দের দিনে থাকতে পেরে দারুনভাবে নিজেকে গর্বিত মনে করছি। যেখান থেকে প্রায় চলেই গিয়েছিলাম, আবারো ফিরে আসতে পারলাম। স্টিভ ক্লার্ক আমাকে আরো একটি বছর দলে চেয়েছিলেন। হয়তো আমাকে তার প্রয়োজন ছিল। আমি তখনই ছেড়ে দিতে চেয়েছিলাম। এই একটি মুহূর্তের জন্য হয়তো ক্যারিয়ারে এত ম্যাচ খেলেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমে কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান 
বিদ্যুৎ খাতে বিনিয়োগ আকর্ষণে পূর্বানুমানযোগ্য নীতি প্রয়োজন: বিশেষজ্ঞদের অভিমত
বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা 
১০