শিরোনাম
রামাল্লা,(ফিলিস্তিনি ভুখন্ড), ৩ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের শহর বেথলেহেমে এক শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বলেছে যে পুলিশ কর্মকর্তারা মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের উপর গুলি চালালে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ ভোরে বেথলেহেমে দখলদার সৈন্যদের গুলিতে শিশু অ্যাডাম এসাম শাকের আইয়াদ(১৫) নিহত হয়েছে।’ এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বেথলেহেমের ধেইশে শরণার্থী শিবিরে অভিযানকালে সীমান্ত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ও মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের প্রতি তারা গুলি চালিয়েছিল। এদিকে, সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি তল্লাশি করতে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিনাঞ্চলীয় শহর ধেশেহে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। নিহত শিশুু আইয়াদ বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি।
এএফপির তথ্য অনুযায়ী, ইসরায়েল-অধিভুক্ত পূর্ব জেরুজালেমসহ ইসরায়েল ও পশ্চিম তীরে বিভিন্ন সংঘর্ষে গত বছর দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় বসে।