মাদুরোর অভিষেকের আগে বিরোধীদের বিক্ষোভের ডাক 

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৮

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে অভিষেকের একদিন আগে বিরোধীরা ৯ জানুয়ারি গণ বিক্ষোভের ডাক দিয়েছে। অভিযোগ রয়েছে মাদুরো ব্যাপক ভোট জালিয়াতি ও কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছেন।                                                  

কারাকাস থেকে এএফপি এই খবর জানায়।

জনপ্রিয় বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো এক্স-এ শেয়ার করা একটি ভিডিওতে বলেন, ‘দিনটি ভেনিজুয়েলার ইতিহাসে রেকর্ড হবে থাকবে।’ 

তিনি বলেন ‘স্বাধীনতা চেয়ে নেওয়া যায় না, এটাকে অবশ্যই জয় করতে হবে, জিতে নিতে হবে।’

মাচাদো দাবি করেন, মাদুরো ২৮ জুলাইয়ের ভোটে তার দলের প্রার্থী, এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়ার কাছে পরাজিত হয়েছেন। তিনি তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও বেশক’টি লাতিন আমেরিকার দেশের কাছে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

ভেনিজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষ ভোটের পরপরই মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও এখনো বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি।

এদিকে ইতোমধ্যে বিরোধী দল গঞ্জালেজ উরুতিয়াকে ব্যাপক ব্যবধানে জয়ী দেখিয়ে ভোট কেন্দ্রের ফলাফলের একটি বড় সেট প্রকাশ করেছে।

নির্বাচনের পরিপ্রেক্ষিতে গণ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ সংঘর্ষ ও কঠোর দমন-পীড়নে কমপক্ষে ২৮ জন নিহত হয় এবং দুই সহস্রাধিক গ্রেপ্তার হয়।

মাচাদো নির্বাচনের পর থেকে আত্মগোপনে থাকলেও বিক্ষোভের লক্ষ্যে মাঝে মাঝে রাজধানী কারাকাসে হাজির হন। তিনি এক্স-এ লিখেছেন, ‘আমি আপনাদের সাথে যাচ্ছি। এই ৯ জানুয়ারি, ভেনিজুয়েলায় এবং সারা বিশ্বজুড়ে সবাই রাস্তায় নামুৃন।’

গঞ্জালেজ উরুতিয়ার বিরুদ্ধে সেপ্টেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার প্রেক্ষিতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক সফরে মন্টেভিডিও এবং বুয়েনস আয়ারসে সফরের পর সোমবার ওয়াশিংটন যাবেন বলে আশা করা হচ্ছে। তিনি রোববার সন্ধ্যায় এক্স-এ পোস্ট করেছেন, ‘তাঁর তৃতীয় গন্তব্য হবে ওয়াশিংটন ডিসি।’

৭৫ বছর বয়সী সাবেক কূটনীতিক ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য তার দেশে ফিরে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০