শিরোনাম
মোগাদিশু, ৪ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে বুধবার দফায় দফায় গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানান।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান বার্তা সংস্থা এএফপি’কে ফোনে জানান, ‘সন্ত্রাসীরা আজ সকালে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালিয়েছে। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালায়। এখন পর্যন্ত আমরা নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। নিহতদের সকলেই বেসামরিক লোক। দ’ুটি বিস্ফোরণে এরা নিহত হয়েছেন।’