বাসস
  ১৫ মার্চ ২০২৩, ১৪:২৫

গণভোট উজবেকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতাকে শক্তিশালী করবে

তাশখন্দ, ১৫ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : উজবেকিস্তানে এপ্রিলের শেষের দিকে একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ভোটের মাধ্যমে মধ্য এশিয়ার দেশটির স্বৈরাচারী প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভকে আরেক মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ করে দিবে। বুধবার কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।
খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর পর্যন্ত বাড়ানো হবে এবং পরবর্তী মেয়াদের জন্য প্রার্থীদের ধারাবাহিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।