বাসস
  ২৩ মে ২০২৩, ১৫:৪৮

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মাইন বিস্ফোরণে ১ শিশুর মৃত্যু

কান্দাহার, (আফগানিস্তান), ২৩ মে, ২০২৩ (বাসস ডেস্ক): আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে বিগত যুদ্ধে ফেলে যাওয়া একটি মাইন বিস্ফোরণে এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছে। প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র আহমদ আজিজ মঙ্গলবার এ কথা জানান।
আজিজ আরো বলেন, সোমবার সন্ধ্যায় কান্দাহার প্রদেশের খাকরিজ জেলায় একদল শিশু খেলনার মতো একটি যন্ত্র দেখতে পেলে সেটি দিয়ে খেলতে শুরু করলে অকস্মাৎ ডিভাইসটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় ও অপর দুজন আহত হয়। খবর সিনহুয়ার।
আহত শিশুদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক দিন আগে রোববার পূর্ব গজনি প্রদেশে একই ধরনের বিস্ফোরণে এক শিশুর প্রাণহানি ও অপর এক আহত হয়।
আফগানিস্তান বিশ্বে স্থল মাইনের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বিগত চার দশকের যুদ্ধ এবং গৃহযুদ্ধের কারণে অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে প্রতি মাসে কয়েক ডজন মানুষ নিহত এবং পঙ্গু হয়।