রাজবাড়ীতে এ দিন ছিল ভয়াবহ

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:০১
ছবি : বাসস

মোশারফ হোসেন

রাজবাড়ী, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যূত্থান চলাকালে ৩১ জুলাই রাজবাড়ীর ইতিহাসে ছিল ভয়াবহ দিন। জুলাইজুড়ে দেশব্যাপী চলা আন্দোলনের সময়ের এ দিন রাজবাড়ীতে গণগ্রেপ্তার চালানো হয় শেখ হাসিনা সরকারের নির্দেশে।

এদিনে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, ছাত্রদলের জেলার আহবায়ক আরিফুল ইসলাম রোমান, শিবির নেতা রঞ্জু আহমেদ, ছাত্রদলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

২৭ জুলাই থেকে আওয়ামী লীগ রাজনৈতিক মাঠ দখলে রাখতে রাজবাড়ী ১ আসনের তৎকালীন সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে জেলাজুড়ে বিরোধীদের অপর নির্যাতন চালতে থাকে।

ওই সময় স্মৃতিচারণ করতে গিয়ে আইনজীবী লিয়াকত আলী বাবু জানান, সেদিন কর্মীদের নিয়ে জেলা বিএনপি অফিসে প্রোগ্রাম করছিলাম। হঠাৎ পুলিশ অফিসে ঢুকে আমাদের বেধড়ক মারধর শুরু করে।  কিন্তু পুলিশের সংখ্যা কম থাকায় ওদের উপেক্ষা করে আমরা মিছিল নিয়ে বেরিয়ে পড়ি। একপর্যায়ে পুলিশ আমাকে গ্রেপ্তার করে।  

তিনি বলেন, ২৮ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত আমাদের কর্মীরা নানা ধরনের নির্যাতন উপেক্ষা করে বিক্ষোভ মিছিল, মিটিং অব্যাহত রাখে। ২৮ জুলাইয়ের পর থেকে আমাদের কর্মীদের নানাভাবে হয়রানি নির্যাতন ও গ্রেপ্তার করা হয়। পিটিয়ে আহত করা হয়।  

আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও আটকের ভয়ে চিকিৎসা না নিয়ে অনেকে হাসপাতাল ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান বলেন, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ নানা মিথ্যা মামলায় আমিসহ ১০জনকে ২৩ জুলাই গ্রেপ্তার করা হয়। ৩/৪ দিন গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে  শারীরিকভাবে নির্যাতন করা হয়। 

হাসিনা সরকারের নির্দেশে ২৮ জুলাইয়ের পর থেকে পুলিশ রাজবাড়ীতে বেধড়ক লাঠিচার্জ ও মারপিট শুরু করে। 

এ সময়গুলোতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ আরও ব্যাপক হতে থাকে।

ছাত্ররা বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে থাকেন, ‘সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ’। ছাত্র জনতার মিছিল আন্দোলনের পক্ষে সহায়ক হয়।

ছাত্রশিবির নেতা রন্জু আহমেদ বলেন, আমাকে দুইদিন ধরে বেধড়ক পিটুনি দিয়ে রোদে ফেলে রাখে। অজ্ঞান অবস্থায় চলে গেলে, হাসপতালে ভর্তি করে। হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে ফিরলে আবার শুরু হয় নির্যাতন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০