রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ২ জুলাই

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:১০

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই  দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
গাজার উত্তরাঞ্চলে সব সরকারি হাসপাতালে সেবা বন্ধ
জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামে দু’জনের মৃত্যু
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ 
পটুয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু
নড়াইলে ২৩ হাজার ৪শ’ ৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে 
দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে : দুদক চেয়ারম্যান
ভারত কর্তৃক ৪০ জন রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দেয়ায় জামায়াতের নিন্দা
এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
চট্টগ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না : আইন-শৃঙ্খলা সভায় ডিসি
১০