হাইকোর্টের ফৌজদারী বিবিধ শাখাকে চারটি ও প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:২৬

ঢাকা, ২০ মে, ২০২৫(বাসস): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারী বিবিধ শাখাকে চারটি এবং প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে এ কথা বলা হয়েছে। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্মারকে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ফৌজদারী বিবিধ শাখা। সারা দেশের সমস্ত অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালসমূহ হতে উদ্ভূত ফৌজদারী বিবিধ মামলা সমূহ প্রশাসনিক কার্যাবলী এবং নথি/ফাইল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্য এ শাখা থেকে পরিচালিত হয়। ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ফৌজদারী বিবিধ শাখায় দুই পক্ষ সাত হাজার বিয়াল্লিশটি মামলা বিচারাধীন আছে। এছাড়াও এ শাখায় প্রতি বছর প্রায় ৭০-৮০ হাজার নতুন মামলা দায়ের হয়।’

এতে আরো বলা হয়েছে, ‘ফৌজদারী বিবিধ শাখায় পর্যাপ্ত স্থান না থাকা, কর্মকর্তা-কর্মচারীগণের ডেস্ক স্থাপন করতে না পারা ইত্যাদি নানাবিধ অসুবিধার কারণে এতো অধিক সংখ্যক নথি/ফাইলের সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। ফলে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইতোপূর্বে হাইকোর্ট বিভাগের অন্যান্য শাখাগুলোকে বিভাগ ভিত্তিক ভাগ করায় প্রশাসনিক সুফল পাওয়া যাচ্ছে। বিদ্যমান প্রেক্ষাপটে ফৌজদারী বিবিধ শাখাকে চারটি শাখায় এবং প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০