হাইকোর্টের বিচারক নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:৫২

ঢাকা, ২৮ মে, ২০২৫(বাসস) : এই প্রথম সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুযায়ী হাইকোর্টের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ -এর ৭ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল পর্যায়ে বিজ্ঞপ্তি প্রদান করা হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন।’

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক উক্ত দরখাস্তসমূহের পাশাপাশি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে কাউন্সিল সর্বসম্মতভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ বিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে অধ্যাদেশ অনুসরণপূর্বক আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করার জন্য নির্দেশক্রমে গণবিজ্ঞপ্তি জারি করা হলো।'

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইতোপূর্বে যেসকল প্রার্থী প্রয়োজনীয় তথ্যাদিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন, সেসকল প্রার্থীগণের পুনরায় দরখাস্ত দাখিলের আবশ্যকতা নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০