জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
ফাইল ছবি

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): ‎‎‎ দুর্নীতি মামলা চলমান থাকায় জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সেইসঙ্গে, তার ২০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও বিভিন্ন স্থাবর সম্পত্তি জব্দের আদেশ ও স্থাবর সম্পত্তিগুলো পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। 

উল্লেখ্য, জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে ঢাকা ও পঞ্চগড়ে অবস্থিত জমি ও ফ্ল্যাটবাবদ ৭ কোটি ২০ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। আরও আছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করা ৮৪ কোটি ৮৯ লাখ টাকা।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে বাসস'কে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়েছে, জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আশি কোটি পয়ত্রিশ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানকালে জানা গেছে যে তিনি নিজের, যৌথ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ২০টি হিসাবে ৪০ কোটি ৬৯ লাখ টাকা জমা ও ৩৮ কোটি ৪৫ লাখ টাকা উত্তোলন করেছেন। তার ব্যাংক একাউন্টের লেনদেনসমূহ অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে এ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর,স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তিত বা হস্তান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসকল স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ বা ক্রোক করা, তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ও স্থাবর সম্পত্তিগুলো দেখাশুনার জন্য রিসিভার নিয়োগ করা প্রয়োজন বলে দুদক এ আবেদনটি দাখিল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় রবি মৌসুমে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে ৯ লাখ টন
বরিশালে নারী উদ্যোক্তাদের পণ্যসামগ্রীর কোটি কোটি টাকার বাজার তৈরি হয়েছে
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত 
শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড
চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি, নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলবো : চসিক মেয়র
আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন
টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটার দেবাশীষ সরকারের স্বপ্ন জাতীয় দলে খেলার
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন কচি
গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত
১০