চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত 

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:০৩
দুই কর্মচারী সাময়িক বরখাস্ত । ছবি: বাসস

চট্টগ্রাম, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, কেন তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে ১০ কর্মদিবসের মধ্যে বোর্ড সচিবের কাছে লিখিতভাবে কারণ দাখিল করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২ নভেম্বর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১২টার মধ্যে বোর্ডের বিভিন্ন শাখায় কর্মরত সেকশন অফিসাররা পদোন্নতি সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানের দপ্তরে সাক্ষাৎ করতে যান। এসময় হিসাব শাখার সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইউব আলী এবং অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি ছাড়া চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা অশোভন, অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

চিঠিতে আরও বলা হয়, জাহেদ হোসেন ও জমির উদ্দিন চেয়ারম্যানকে দেখে নেওয়ার হুমকি দেন এবং রুমে উপস্থিত অন্যদের সঙ্গেও শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন, যা সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থি।

এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বলেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে অশালীন আচরণ ও হুমকির অভিযোগে জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে ১০ কর্মদিবসের মধ্যে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্রান্সে বাগান খননকালে মিললো ৮ লাখ ডলারের গুপ্তধন
অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত সদস্য গ্রেফতার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
সিরিজে লিডের লক্ষ্য নিয়ে কাল মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
বাংলাদেশে এসে মুগ্ধ ফিলিস্তিনি আর্চার রাশা
রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিটের নির্বাচনী তফসিল ঘোষণা
দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জাপান আলোচনা অনুষ্ঠিত
ভোলা -১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী গোলাম নবীর নির্বাচনী শোডাউন
১০