সিরিজে লিডের লক্ষ্য নিয়ে কাল মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:১৬

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আগামীকাল পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে পেসার ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিং এবং কালাম সিদ্দিকির সেঞ্চুরিতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৫ রানে হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। 

ইমন ১০ ওভার বল করে ৫৭ রানে ৫ উইকেট নেন। ব্যাট হাতে ১১টি চারে ১১৯ বল খেলে ১০১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কালাম।

বৃষ্টির কারণে টস ছাড়াই দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। 

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার মানে বাংলাদেশের যুবারা। ১০২ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। 

প্রথমে ব্যাট করে ফয়সাল সিনোজাদার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান করে আফগানিস্তান। ১০৫ বলে ১০০ রান করেন ফয়সাল। 

জবাবে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ৩৭.২ ওভারে ১৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

বড় ইনিংস খেলার আভাস দিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন কালাম। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন রিজান হোসেন। আফগানিস্তানের স্পিনার জাইতুল্লাহ শাহিন ৪ উইকেট শিকার করেন।

এই ভেন্যুতেই ৯ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান যুব দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
১০