
গোপালগঞ্জ, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় আজ কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. আবুল বাশার মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এ সময় একহাজার দুইশ’ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৯৪০ জন কৃষকের প্রত্যেককে এককেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১০ জন কৃষকের প্রত্যেককে এককেজি সূর্যমূখী উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৫৫ জন কৃষকের প্রত্যেককে এককেজি সূর্যমূখী হাইব্রিড বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ১৩০ জন কৃষকের প্রত্যেককে এককেজি শীতকালীন পেঁয়াজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৬৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ২৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারীর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।