বিচার বিভাগের জাতীয় সেমিনার আজ

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৩:৩৪

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্টের আয়োজনে ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনার আজ অনুষ্ঠিত হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার বিকেল পৌনে ৫টায় রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘আজ ২২ জুন বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  সেমিনারে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সেমিনারে বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত ‘রোডম্যাপ’ এর ওপর তথ্যচিত্র তুলে ধরা হবে। 

সেমিনারে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে।

আরও উপস্থিত থাকবেন আইন ও বিচার বিভাগ কেন্দ্রিক দপ্তরগুলোর দায়িত্বরত ঊর্ধ্বতনরা। 

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাসহ মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার ১৪৩ জন বিচারক সেমিনারে অংশ নেবেন। অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেওয়ার পর গত বছরের ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিচার বিভাগের সংস্কারের লক্ষ্যে 'রোডম্যাপ' ঘোষণা করেছিলেন। সে লক্ষ্যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ, আইন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়সহ বেশ কিছু লক্ষ্য নিয়ে ইতোমধ্যে নানা পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। এর ধারাবাহিকতায় গত কয়েক মাসে বিচার বিভাগের সংস্কার ও স্বাধীনতা নিয়ে দেশের প্রতিটি বিভাগ সফর করে সেমিনার করেছেন প্রধান বিচারপতি। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় এই সেমিনারটি বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আজকের সেমিনার বিচার বিভাগ ও বিচার বিভাগের পৃথক সচিবালয়ের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে বলে মনে করেন প্রধান বিচারপতি ড  সৈয়দ রেফাত আহমেদ। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাইকোর্ট এবং হাইকোর্টের সকল শাখা পরিদর্শনে যান। প্রধান বিচারপতি এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) তো আমন্ত্রিত। আপনারা দেখবেন, পর্যালোচনা করবেন। কোথায় আমরা যাচ্ছি ২২ তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা একটা টার্নিং পয়েন্ট হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
১০