
ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকায় কাকরাইল এলাকায় আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ মোবাইল কোর্টে অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ও হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী মোট ছয়টি যানবাহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়েছে।
আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, অভিযান চলাকালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও ২২টি যানবাহনের চালক ও মালিককে পরামর্শ দেয়া হয়।
এতে বলা হয়, নগরবাসীর সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পরিবেশ অধিদপ্তর সকল যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকেন এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন।