লিগ্যাল এইড এর অধীনে আইনি সহায়তা পেয়েছেন ২৯,৩৩১ শ্রমিক

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৪:৪৩

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর অধীনে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে এ পর্যন্ত আইনি সহায়তা প্রাপ্ত উপকারভোগী ২৯ হাজার ৩৩১ জন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এছাড়াও জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কলসেন্টার চালু, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল ও দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করা হয়।

২০১৩ সাল থেকে লিগ্যাল এইড-এ শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। 

এরপর  ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৫৯৬টি আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে। 

এছাড়া ৪ হাজার ৪৩৫টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৩০০ মামলায়। 

এডিআর-এ নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯১৩টি মামলা। ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে এ পর্যন্ত আইনি সহায়তা প্রাপ্ত উপকারভোগী ২৯ হাজার ৩৩১ জন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ক সভা
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ
মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের হিলি স্থলবন্দর পরিদর্শন
পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর ট্রাম্পের
নওগাঁয় ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সাতক্ষীরার তালায় ৭ ফার্মেসি মালিককে জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার: সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ
জবিতে শহিদ ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত
১০