প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২৩:৩২
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ বৃহস্পতিবার খুলনা রেঞ্জে মতবিনিময় করেন। ছবি : বাসস

খুলনা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত বিস্তৃত এই বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ পরিবর্তন ও উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আজ বৃহস্পতিবার খুলনা রেঞ্জের প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ ধাপ) কার্যক্রম পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এসময় তিনি আনসার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, ঐক্য ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন মহাপরিচালক বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনসেবার সম্মিলিত প্রয়াসে আনসার-ভিডিপি দেশের জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের বিশাল সংখ্যক তরুণদের আর্থসামাজিক দুর্দশার যে জায়গা রয়েছে, সেগুলোকে সম্মিলিত  সমৃদ্ধিতে রূপান্তরিত করার ভূমিকা বাহিনীর অন্যতম ম্যান্ডেট। তাই ঐক্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতার ধারা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

ব্যক্তিগত শৃঙ্খলাকে বাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, নিজেকে সমাজ পরিবর্তনের প্রভাবক ও বাহিনীর গর্বিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নিজ শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা অপরিহার্য।

এ সময় তিনি আনসার বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর কথা উল্লেখ করে বলেন, একজন প্রশিক্ষিত সদস্য যাতে তার জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে আত্মনির্ভরশীল হতে পারেন, সেই সুযোগ তৈরি করছে বাহিনীর সঞ্জীবন প্রকল্প। জীবিকা নির্ভর এই উদ্যোগের মাধ্যমে সদস্যরা যেমন সামাজিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছেন, তেমনি নিজেদের পরিবারের সমৃদ্ধি সুনিশ্চিত করতে পারবেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মহাপরিচালক সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তৃণমূল আনসার-ভিডিপি সদস্যরা তাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবেন তিনি আশা প্রকাশ করেন।

মহাপরিচালক খুলনা  সফরকালে আনসার ব্যাটালিয়ন (৩ বিএন)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং রূপসা উপজেলার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সফরকালে  উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (খুলনা রেঞ্জ) মো. নুরুল হাসান ফরিদী, পরিচালক (৩ আনসার ব্যাটালিয়ন) মোল্যা আবু সাইদসহ অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০