সাবেক মন্ত্রী গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১৯:৪৯
গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি

ঢাকা, ৮ জুলাই,  ২০২৫ (বাসস): আওয়ামী সরকারের আমলের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। অপর দিকে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্যদের নামে থাকা ৩০ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকার অস্থাবর সম্পদ ও ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আজ এ আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি গোলাম দস্তগীর গাজী (৭৭) ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসবিহীন প্রায় ২৩.৫১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি এসব অবৈধ সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই রাষ্ট্রীয় স্বার্থে এসব সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এছাড়া গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এবং এর ফলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে বিধায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
বাণিজ্য বিরোধের মধ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১০